এখানে গুগল এডসেন্স
সহজে পাওয়ার কিছু বিষয় আলোচনা করব।
আমরা অনেকেই মনে করি
গুগল এ্যাডসেন্স পাওয়া খুবই কঠিন। কিন্ত
আমি আমার যুক্তিতে বলব
এ্যাডসেন্স পাওয়া মোটেও কঠিন
কাজ না; যদি আপনার
বুদ্ধি এবং ধৈর্য্য থাকে।
এবার আসি কাজের কথায়। কিভাবে
এ্যাডসেন্স এ্যপ্রুভ করাবেন খুব সহজে
। আপনাকে
অবশ্যই একটি টপ লেভেল ডোমেইন এবং প্রিমিয়াম হস্টিং নিতে হবে।
আনেক কম টাকা হস্টিং পাওয়া যায়। তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল
করুন। অবশ্যই
মনে রাখবেন কোন কন্টেন্ট
যুক্ত না করে সার্চ
ইন্জিনে ইন্ডেস করবেন না।
এবার একটি ভাল
থিম সিল্কেট করবেন । থিমটি অবশ্যই সাদা
মাটা হতে হবে।
কোন রকম জমকালো থিম
চয়েস করবেন না।
![]() |
adsense help |
এবার কন্টেট যুক্ত করার
পালা। অবশ্যই মনে রাখতে
হবে কন্টেন্টই একটি সাইটের প্রান। সুতরাং
কন্টেন্ট তৈরি করতে হবে
এমন কিছু বিষয়ের উপর
যে বিষয়গুলো ভিজিটরের উপকারে আসে।
যেমন ধরুন আপনি কম্পিউটার
ট্রাউবেল সুটিংএ কিছুটা দক্ষ;
তাহলে আপনি একটি আর্টিকেল
তৈরি করুন যে কোন
একটি কম্পিউটার সমস্যার উপর। লেখার
মাঝে অবশ্যই যে কাজটি
আপনাকে করতে হবে, সেটি
হচ্ছে কিছু ছবি যুক্ত
করতে হবে যেটি ইউনিক
কন্টেন্ট হিসেবে গুগলের কাছে
আপনার হয়ে স্বাক্ষি দিবে। সেই
ছবি গুলো আবার কেমন?
ছবি গুলো হবে আর্টিকেল
রিলেটেড স্ক্রিনশর্ট এবং কিছু পেইন্ট
থেকে নিজে ড্রইং করে
ছবি তৈরি করবেন যেটা
আমার এই পোস্টের মূল
টিক্স। এভাবে
এক দুইটা পোস্ট সম্পন্ন
করুন।
একটি বিষয় লক্ষ্য করবেন,
অধিকাংশ ব্লগ সাইটে প্রায়
৮0% একই ধরনের কন্টেন্ট
এবং সব কন্টেন্টে ছবি
আছে। সেই
ছবি গুলো দেখবেন প্রায়
স্ক্রিন শর্ট নেওয়া।
তাহলে আপনাকে ভিন্ন কিছু
দেখাতে হবে। সেই
ভিন্ন কিছু হচ্ছে পেইন্ট
এর মাধ্যমে ড্রইং করে ছবি
তৈরি করা। এটা
কঠিন কিছু না।
এবারের
করনিও:
এক দুইটা পোস্ট করার
পর সাইটের বাকি অন-পেজ এসইও সম্পন্ন
করুন। যেমন,
গুগল ওয়েব মাস্টার টুল্সএ
সাইট যোগ, সাইট ম্যাপ
সাবমিট এবং অন্যান্য টুকি
টাকি যা করতে হয়
সেগুলো সম্পন্ন করুন।
একটি কথা, যখনি যে
পোস্ট করবেন সেটি বিভিন্ন
সোসাল বুকমার্ক সাইটে শেয়ার করতে
ভুলবেন না।
এবার আপনাকে আর একটি
গুরুত্বপূর্ন কাজ করতে হবে
সেটি হচ্ছে, ফেসবুক পেজ
তৈরি করতে হবে আপনার
সাইটের নামে তারপর আপনার
সাইটে ফেসবুক লাইক বক্স
যুক্ত করতে হবে।
এবার পারলে ইউটেউবে একটা
চ্যানেল খুলুন সাইটের নামে
এবং সেখানে আপনি যে
বিষয়ের উপর পোস্ট করেছেন
সে বিষয়ের উপর একটা
ছোট খাটো টিউটোরিয়াল তৈরি
করে চ্যানেলে আপলোড করে ইম্বেড
কোডটি আপনার সাইটের সাইডবারে
যুক্ত করুন।
মোটা মুটি আপনার কাজ
অনেকটা শেষ।
এবার সাইটে কিছু ভিজিটর
আনার জন্য অফপেজ অপটিমাইজ
করুন এবং প্রতি দিন
পারলে ভালো না পারলে
দু একদিন পরপর একটা
করে কন্টেন্ট যুক্ত করুন আগের
নিয়োমে। কিন্ত
মাথায় যে বিষয়টি রাখতে
হবে সেটি হচ্ছে কন্টেন্ট
এর ছবি, যেটি আগের
পোস্টে করেছেন। আপনি
কন্টেন্ট ধার করতে পারেন
অন্য সাইট থেকে তবে
সেটা অবশ্যই এডিট করবেন
এবং অরজিনাল কন্টেন্ট এর ছবি ব্যবহার
না করে নিজে পেন্টিং
এর মাধ্যমে তৈরি করবেন।
এভাবে
৮ থেকে ১০ টি
পোস্ট সম্পন্ন করুন। অবশ্যই
পোস্টগুলো বেশি বেশি বুকমার্ক
করবেন।
সবকিছু
ঠিক থাকলে এবার এডসেন্স
এর জন্য এ্যপ্লাই করুন। আমি
মাত্র টি ১০ পোস্ট
করেই এডসেন্স পেয়েছি। আশা
করি আপনিও পাবেন।
এখানে
হয়তো অনেকেই আমার সাথে
একমত হতে পারবেননা।
কিন্তু আমি সফল হয়েছি।
সময় পেলে আমার ফেসবুক
পেজ এ ঘুরে আসবেন। আমার
পেজটি হচ্ছে
0 comments: